চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আহমেদাবাদ টেস্ট (India vs Australia) শেষ হওয়ার আগেই, তথা অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টেস্ট শেষ হওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত।
অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হারের পর ভারতকে তাকিয়ে থাকতে হত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের (New Zealand vs Sri Lanka) দিকে। সোমবার সকালে খানিকটা চাপে পড়ে গেলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় কিউয়ি শিবির। ফলে আহমেদাবাদ টেস্ট না জিতলেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল (World Test Championship) খেলতে নামবেন রোহিতরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে টানা দু’বার ফাইনালে পৌঁছল ভারত। প্রথমবার অবশ্য নিউজিল্যান্ডের কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল বিরাট ব্রিগেডকে। দ্বিতীয়বার ফের ট্রফি জয়ের হাতছানি রোহিতদের সামনে। আগামী জুন মাসের ৭ তারিখ থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
বর্ডার-গাভাসকর ট্রফিতে অন্তত দুই ম্যাচের ব্যবধানে জিততে হত ভারতকে। তাহলে আর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে থাকতে হত না রোহিতদের। কিন্তু প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ধাক্কা খায় ভারত।
এহেন পরিস্থিতিতে ভারতের কাজ সহজ করে দিল নিউজিল্যান্ড। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট ব্রিগেডের ট্রফি জয়ের স্বপ্নে জল ঢেলেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু সোমবার সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই ভারতের ফাইনাল খেলা নিশ্চিত করে দিলেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হত। কিন্তু প্রথম টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ভারতের পথে আর কোনও বাধাই রইল না। দুই মেগা টুর্নামেন্টে যে দল ভারতের স্বপ্নভঙ্গ করেছে, তাদের হাত ধরেই টেস্টে সেরার খেতাব জয়ের স্বপ্ন আবারও জেগে রইল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news