ওয়েব ডেস্ক:
সীমান্ত পারের পাক সেনা চৌকি উড়িয়ে দিল ভারত।
বেশ কিছুদিন অকারণ অত্যাচার সয্য করার পর ওই পাক চৌকিটিকে দূরপাল্লার গোলা দিয়ে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। অভিযোগ, সীমান্তরেখা বরাবর মনোয়ালের এই চৌকি থেকে সাধারণ মানুষদের তাক করে গোলা ছুড়ত পাক বাহিনী। যাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে যেমন, তেমনই আহত হয়েছেন একাধিক ভারতীয় নাগরিক। অবশেষে শুক্রবার ভোর রাতে পাকিস্তানের সেই চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
উল্লেখ্য, বৃহস্পতিবার মানোয়ালের পাক চৌকি থেকে উড়ে আসা গোলায় গুরুতর আহত হন তিন সাধারণ মানুষ। এরপরই ভারতীয় সেনা ও বিএসএফ শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালায়। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় সেনার হামলায় গুড়িয়ে যায় পাক চৌকি।
পাক চৌকি ধ্বংসের বেশ কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।