Breaking News
Home / TRENDING / ‘এপি’ হল আহমেদ প্যাটেল, চপার দুর্নীতির চার্জশিটে বিপাকে কংগ্রেস

‘এপি’ হল আহমেদ প্যাটেল, চপার দুর্নীতির চার্জশিটে বিপাকে কংগ্রেস

ওয়েব ডেস্ক:

ভোটের মুখে বিপাকে কংগ্রেস। এবার ভিভিআইপি চপার কেনাবেচার দুর্নীতিতে জড়ালো কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের নাম।

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল ভিভিআইপি চপার কেনাবেচায় মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়াম মিশেল ‘এপি’ নামে একজনকে চিহ্নিত করেছে। কপ্টার কেনাবেচায় যারা মোটা অঙ্কের কমিশন পেয়েছেন তাদের অন্যতম এই ‘এপি’। তদন্তসংস্থা ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনটাই দাবি করেছিল। এবং ‘এপি’কে নিয়ে তৈরি হয়েছিল রহস্য। প্রশ্ন উঠছিল, কে এই ‘এপি’!

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই ‘এপি’ হলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। যিনি সোনিয়া গাঁধীর রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে যে চার্জশিটে দাবি করা হয়েছে, অগুস্তা ওয়েস্টল্যান্ড কোম্পানির ১২টি চপার কেনার সময় কমিশন গিয়েছে বায়ুসেনার একাধিক আধিকারিক, কূটনীতিক, সংবাদমাধ্যমের লোকজন ও রাজনীতিবিদদের কাছে। প্রসঙ্গত: ১২টি চপার কিনতে খরচ হয় ৩৬০০ কোটি টাকা। যার একটা মোটা অঙ্ক কমিশন হিসেবে দেওয়া হয় প্রভাবশালীদের।

উল্লেখ্য, ভিভিআইপি চাপার দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজীব সাক্সেনা নামে একজনকে। ইডি-র চার্জশিটে দাবি করা হয়েছে রাজীবও জানিয়েছেন এপি হলেন, আহমেদ প্যাটেল।

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *