নীল বণিক
সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবার এক ঢিলে তিন পাখি মারতে চাইছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।
প্রথমত, এই রাজ্যে তাদের মোট ৩০০ শাখায় একযোগে সরস্বতী পুজো করে তারা ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির ঐক্যবদ্ধ উদযাপনের ছবি তুলে ধরতে চাইছে। একই সঙ্গে স্কুলে সরস্বতী পুজো সমীচীন কি না, এই বিতর্ক যাঁরা তুলছেন তাঁদেরও বার্তা দিতে চাইছে।
আবার শুধু বাগদেবীর আরাধনা করেই ক্ষান্ত হচ্ছেন না এই সংগঠনের কর্মীরা। তাঁরা পুজোর একটি থিমও ঠিক করেছেন।
তাঁদের পুজোর থিম হবে সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা। শহুরে পার্ক স্ট্রিট থেকে গ্রাম্য কামদুনি ও আরও অনেক নারী নির্যাতনের ঘটনার অভিজ্ঞতা সম্বলিত রাজ্যে, এই থিম দিয়ে সাধারণ মানুষের বাড়ির অন্দর মহলে পৌঁছতে চাইছে এবিভিপি। এবিভিপির রাজ্য সম্পাদক অনুপ সাহা বলেই দিচ্ছেন, “মমতার অামলে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তা বন্ধ করতে ব্যর্থ। তাই রাজ্যের এই সার্বিক ব্যর্থতাকে অামরা মানুষের কাছে তুলে ধরছি।” এখানেই থেমে না থেকে জনসংযোগের পুরনো বামপন্থী পথও নিচ্ছেন ছাত্র নেতারা। পথ-নাটকের মধ্যে দিয়ে রাজ্যের নারী নির্যাতনের চিত্র বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছে এবিভিপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/mittal-pulls-up-the-mood-of-domestic-personalities-says-nithin/