নিজস্ব সংবাদদাতা :
আই লিগ শুরুর আগে ইস্টবেঙ্গলে খারাপ খবর। চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিত বাজো আর্মান্ড। তঁার এমনিই চোট যে অনুশীলন করতে পারছেন না। খালিদ বাজোকে আলাদা করে সময় দিচ্ছেন। তাও সুস্থ হননি তিনি। বাজোকে না পাওয়া গেলে এটা যে চাপের হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। আই লিগে প্রথম ম্যাচে আইজলের মুখোমুখি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে এক বিদেশি কম নিয়ে খেলতে নামা মানে অনেকটাই পিছিয়ে পড়া। তবে, বাজোকে পাওয়া যাবে না ধরে নিয়েই অঙ্ক সাজাচ্ছেন খালিদ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan