নিজস্ব সংবাদদাতা :
দোরজায় কলিং বেল মারলেও ঘরে আর ঢুকছে না। এমনই অবস্থা আই লিগের। শুরু হবে হবে করছে, কিন্তু শুরু হওয়ার দিন আর কিছুতেই চূড়ান্ত করতে পারছে না ফেডারেশন। প্রথমে ঠিক ছিল ১৮ তারিখ শুরু হবে। তারপর পিছিয়ে হয় ২৪ তারিখ। আইএসএলের সূচি একমাস আগে তৈরি হয়ে গেছে। কিন্তু আই লিগের সূচী প্রকাশ করছে না কেন ফেডারেশন? খোঁজ নিয়ে জানা গেল, ফেডারেশনের অনূর্ধ্ব–১৭ দলের জন্য কিছু স্পনসর খুঁজছে ফেডারেশন। সেই স্পনসর এখনও চূড়ান্ত হয়নি। তাই দলটি ইন্ডিয়ান অ্যারোজ নাকি অন্য নামে খেলবে তাই চূড়ান্ত নয়। যেহেতু প্রথমবার আই লিগ খেলবে, তাই নাম দিয়ে নথিভুক্ত হতে হবে। তাই, যুব দলের স্পনসরের জন্যই পিছিয়ে যাচ্ছে আই লিগের সূচি ঘোষণার কাজ। যতদূর খবর, যুব দলের জন্য বেশ ভালরকই একটি স্পনসরে খোঁজ পেয়েছে ফেডারেশন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan