চ্যানেল হিন্দুস্তান :
রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নীচে লেখা ‘সততার প্রতীক’। শেষ কয়েক বছরে রাজ্যের মানুষের এই দৃশ্য অতি পরিচিত। শুক্রবার, রাণী রাসমণি রোডে বিজেপির সভায় দাঁড়িয়ে, ‘সততার প্রতীক’, এই শব্দবন্ধের পাশে একটি জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলেন মুকুল রায়!
এদিন মুকুল বলেন, কোনও সৎ উদ্দেশ্য নিয়ে যুব বিশ্বকাপের প্রচার করেনি মমতার সরকার। রাজ্য জুড়ে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের নামে প্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবসা হয়েছে বলে অভিযোগ করলেন মুকুল রায়। বিশ্ববাংলা ব্র্যান্ড কোনও সরকারি সংস্থা নয়, এই সংস্থা সম্পূর্ণ ব্যাক্তিগত মালিকানাধীন। এই সংস্থার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তাঁর সংস্থাকে বিনা টেন্ডারে বরাত দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন মুকুল। দলের মুখপত্র জাগো বাংলা নিয়েও একইরকম তথ্য ফাঁস করলেন মুকুল। প্রমাণ হিসেবে ফাইল থেকে কাগজ বার করে দেখালেনও। তাঁর বক্তব্য জাগো বাংলার মালিকও অভিষেক। মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর বিরুদ্ধে অভিযোগ তুলেই থেমে থাকেননি তিনি। তাঁর বাক্যবাণ থেকে বাদ যাননি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। প্রয়াগ সহ একাধিক চিটফান্ডের সঙ্গে যে দলের মহাসচিবের সংযোগ আছে সেই ‘প্রমাণও’ তুলে ধরেন মুকুল রায়। তৃণমূলের দুর্নীতি সংক্রান্ত আরও রসদ যে তাঁর কাছে আছে তা বুঝিয়ে মুকুল বলেন, “এতো তিন পাতার দুর্নীতি প্রকাশ করলাম। এরপর এক লাখ সমর্থকের জনসভাতে আরও বৃহৎ দুর্নীতি প্রকাশ করবো”। শুক্রবারের বিজেপির জনসভায মুকুলের অনেক নিচু তলার কর্মী বিজেপিতে নাম লেখালেন।
অন্যদিকে, বিশ্ববাংলা ব্র্যান্ড নিয়ে মুকুলের অভিযোগ খণ্ডাতে আসরে নামলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বলেন , বিশ্ববাংলা ব্র্যান্ড কোনও ব্যক্তির ব্যক্তিগত মালিকানাধীন নয়। এটি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। বিশ্ববাংলার কপিরাইট কোনও ব্যক্তিকেই দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রসচিব।
“একটি রাজনৈতিক দলের সভা থেকে যা বলা হয়েছে তা ঠিক নয়”, মুকুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান তিনি। “ভুল তথ্য দেওয়ার অপরাধে মুকুল রাযের বিরুদ্ধে সরকার কি ব্যাবস্থা গ্রহন করবে?” এই প্রশ্নের কোনও উত্তর অবশ্য দেননি স্বরাষ্ট্র সচিব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-