চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
রাজ্যের অনেক দুঃসাহসী অবিশ্বাস্যকর মানুষ রয়েছে, আর এমন কিছু অকুতোভয় মানুষের কথা শুনলেও গা শিউরে উঠবে। বাঁকুড়ার এমনই একজন মানুষ, যিনি আগে ডাক্তারের কাছে কাজ করলেও, এখন তিনি অকুতোভয় মধুসংগ্রহকারী হিসেবে পরিচিত, ব্যক্তিটির নাম সুখ মোহাম্মদ দালাল।
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ওই ব্যক্তি কোনো নিরাপদ পোশাক ছাড়াই কাজ করে যাচ্ছে ও নির্ভেজাল মধু সংগ্রহ করে, যা তিনি গ্রামবাসী ও বহু ডাক্তারদের কাছে বিক্রি করেন। তিনি গ্রামের ঝাঁকে ঝাঁকে মৌচাক নিমেষেই , শরীরে কোনো আবরণ ছাড়াই বের করতে সক্ষম।
শুধু যে তিনি মধু সংগ্রহ করে তা নয়, তিনি মৌমাছি নিয়ে ভয়ঙ্কর কার্যকলাপও করে থাকেন। কখনও, তিনি মুখ ঢুকিয়ে দেয় হাজার হাজার ভর্তি মৌচাকের মৌচাকের মধ্যে, যেখানে তাকে হাজার হাজার মৌমাছি তাকে জড়িয়ে ধরে, আবার কখনো নিজের শরীরে পোশাকের মধ্যে, মৌমাছিকে আটকে রাখে, আবার কখনো জ্যান্ত মৌমাছিসমেত মধু মুখে নিয়ে সাহসীকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। যা দেখে গ্রামবাসী তথা অনেকেই আঁতকে উঠেছেন।
নিয়মিত তিনি এই কাজ করে এই মধুসংগ্রহকে নিজের পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি জানান, ” প্রথম প্রথম আমি একটা- দুইটা কামড় খেয়েছি, তারপর সহ্য করতে করতে এখন প্রায় ৪ হাজার মৌমাছি কামড় সহ্য করতে পারেন।”
https://fb.watch/ikO-o5j_KA/