Home / TRENDING / সরকারি আধিকারিক পরিচয়ে ভোটারদের ফর্ম হাতালেন তৃণমূল কর্মী, ধুন্ধুমার হিন্দমোটরে

সরকারি আধিকারিক পরিচয়ে ভোটারদের ফর্ম হাতালেন তৃণমূল কর্মী, ধুন্ধুমার হিন্দমোটরে

নিজস্ব সংবাদদাতা:

ভোটার তালিকায় নাম তোলার নির্দিষ্ট ফর্ম নিজের কাছে জমা রাখলেন তৃণমূল কর্মী। অভিযোগ মেনে নিলেও বাঁধল তৃণমূল-সিপিএম ধুন্ধুমার।  হিন্দমোটরের রবীন্দ্রনগর এলাকায় গতকাল রাতের ঘটনায় আহত ২। রীতিমতো মারামারি লেগে যায় দু’পক্ষে। ঘটনায় গুরুতর আহত সিপিএম কর্মী শুভ্র রায়কে ভর্তি করতে হল উত্তরপাড়া হাসপাতালে।

প্রসঙ্গত, নতুন করে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছে উত্তরপাড়ায়। কোতরং রবীন্দ্রনগরের একটি স্কুলে সেই কাজ চলছিল। এমন সময় এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বর্ণিতা দাস নিজেকে ডিও পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে আসা স্থানীয়দের থেকে ৮ নম্বর ফর্ম নিজের কাছে জমা নেন, এবং তা নিয়ে বাড়ি চলে যান। ঘটনা জেনে সিপিএম কর্মী শুভ্র রায় সংশ্লিষ্ট আধিকারিককে অভিযোগ জানান। এরপর মহকুমা দফতরের আধিকারিক তৃণমূল কর্মীকে ডেকে ক্ষমা চাইতে বলেন। তাৎক্ষণিকভাবে বর্ণিতা দাস ক্ষমাও চান। কিন্তু এরপরই বাঁধে গোলমাল।

অভিযোগ, ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুতুল ঘোষ তাঁর স্বামী শম্ভু ঘোষ ও বর্ণিতা দাস মিলে সিপিএম কর্মী শুভ্রা রায়কে বেধরক মারধোর করেন। মারের চোটে আহত শুভ্রাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও ভোটার তালিকায় নাম তোলার ফর্ম নিজের কাছে রেখে ভুল করেছে দলীয় কর্মী বর্নিতা দাস, তা স্বীকার করেছেন শহর তৃণমূল নেতা তাপস মুখোপাধ্যায় (বুড়ো)। এইসঙ্গে তাঁর পাল্টা অভিযোগ, সিপিএম কর্মী শুভ্র রায় মূল ঘটনার পর বর্ণিতা দাসের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর প্রচার করেন। তাঁর মতে সেকথা তুলতেই তৃণমূল সমর্থকদের ওপর চড়াও হয় সিপিএম কর্মীরা।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *