ওয়েব ডেস্ক:
হায়দরাবাদে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি ট্রেনের। মারাত্মক ঘটনাটি ঘটে হাদরাবাদের কাচেগুড়া স্টেশনে। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় কাচেগুড়া-ফালুকনামা ট্রেন চলাচল। আশার কথা হল, বড়সড় দুর্ঘটনা সত্ত্বেও প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। এদিকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের একটি ভিডিয়ো ফুটেজ পাওয়া গিয়েছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ২ নম্বর প্লাটফর্ম থেকে বের হচ্ছিল লোকাল ট্রেনটি। অন্যদিকে, একই সময় ৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিল হান্ড্রি ইন্টারসিটি এক্সপ্রেস। সেইসময় এক লাইনে চলে আসে দুই ট্রেন। দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিজের কেবিনে আটকে পড়েন ইন্টারসিটির চালক। পরে তাঁকে কেবিন কেটে বের করা হয়। অন্যদিকে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইন ছেড়ে লাফিয়ে ওঠে বগিগুলি। ট্রেন থামতেই প্রাণভয়ে কামরা থেকে লাইনে ঝাঁপ দিতে দেখা যায় লোকাল ট্রেনের বহু যাত্রীকে।
CCTV footage of the Mmts train collision in Kachiguda. pic.twitter.com/IMLO9Di53U
— Bala (@naartthigan) November 11, 2019
বিপজ্জনক দুর্ঘটনা সত্ত্বেও প্রাণহানী ঘটেনি কারণ দুটি ট্রেনেরই গতি কম ছিল। সূত্রের খবর, ১২ জন আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী ওসমানিয়া জেনারেল হালপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু কীভাবে এক লাইনে একই সময়ে দুটি ট্রেন চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিগনালিংয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।