Breaking News
Home / TRENDING / মেয়ের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান

মেয়ের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ভারতীয় ক্রিকেট দলের সদস্য মহম্মদ সামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। তবে এবার স্বামীর বিরুদ্ধে নয়, সন্তানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্ত মা। লালবাজারে একবার নয়, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি তাই পুলিশি নিষ্ক্রিয়তার নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। মামলার বয়ান অনুযায়ী হাসিন জাহানের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান, চলতি বছরের ৫ আগস্ট অযোধ্যার রাম মন্দিরের জন্য যে ভূমি পুজো অনুষ্ঠান হয়েছিল। সেই বিষয় নিয়েই তিনি একটি সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন মহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। তারপর থেকেই তার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রাণে মেরে ফেলার হুমকি পাশাপাশি কুরুচিকর মন্তব্য আসতে থাকে বলে অভিযোগ। এবং প্রাণে মেরে ফেলার হুমকি পেয়ে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান।

শুধু যে তাকে হুমকি দিয়ে থেমে থাকেনি দুষ্কৃকারীরা সর্বক্ষণ তার ওপর নজরদারিও চালানো হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এবিষয় নিয়ে আতঙ্কিত ছিলেন যে ২০২০ সালের ৯ আগস্ট লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এবং ১১ আগস্ট লালবাজার থেকে তাকে ডেকে পাঠান হয়। সেখানে তিনি অভিযোগ করেন এবং তার শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে আছেন বলে তিনি জানান কিন্তু লালবাজারে তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ হাসিন জাহান। হুমকির মাত্রা আরও বাড়তে শুরু করায় গত ২৮ আগস্ট লালবাজারে একটি মেইল করেন তিনি । তা সত্বেও লালবাজার কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে তাঁর স্বামী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য যিনি বছরে চার কোটি টাকা কর দেন তাঁর স্ত্রী এবং কন্যার কোনও নিরাপত্তা নেই। তাই সন্তান এবং নিজের নিরাপত্তা চেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বর্তমানে মেয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় হাসিনা জাহান।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *