ওয়েব ডেস্ক:
হারানো জমি পুনর্দখল তৃণমূলের। ভাঙনের বাজারে ছোট সাইজের বড় সাফল্য। হালিশহর পুরসভা ফিরে পেল রাজ্যের শাসক দল। দলে ফিরলেন হালিশহর পুরসভার কাউন্সিলররা। এদিন চেয়ারম্যান-সহ ফের তৃণমূলে ফিরলেন ৮ কাউন্সিলর। একথা বিধানসভায় দাবি করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফলে আজকের ঘটনার পর চেয়ারম্যান-সহ তৃণমূল কাউন্সিলরের সংখ্যা দাঁড়াল ১২।
ফিরহাদের অভিযোগ, হালিশহর-সহ গোটা বারাকপুর শিল্পাঞ্চলে সন্ত্রাস রাজত্ব তৈরি করেছে স্থানীয় সাংসদ অর্জুন সিংহ। বিজেপিতে যোগ দিতে অস্বীকার করলেই শুরু হচ্ছে নির্যাতন। কলকাতার মেয়রের মতে, তেমনভাবেই ভয় দেখিয়ে সেখানকার চেয়ারম্যান ও কাউন্সিলরদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল।
প্রসঙ্গত, হালিশহর পুরসভায় ২৩ টি ওয়ার্ডের মধ্যে একসময় তৃণমূলের দখলে ছিল ২১ টি। বাদ বাকি ১ জন নির্দল ও ১ জন বিজেপি কাউন্সিলর ছিলেন। কিন্তু লোকসভা ভোটের পর চেয়ারম্যান-সহ ১৬ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেয়। ফলে হালিশহরের দখল নেয় বিজেপি। উল্লেখ্য, যারা দলবদল করেছিল, তারাই আবার তৃণমূলে ফিরতেই ছবিটা বদলে গেল। এবার অ্যাডভান্টেজ তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news