ওয়েব ডেস্ক
গোরক্ষপুর ট্র্যাজেডির পর রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ক বিশ্লেষণ নিয়ে সোমবার বৈঠকে বসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নিজের অফিসেই হবে এই বৈঠক।
গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত ছিল না বিআরডি হাসপাতালে। তাই অক্সিজেনের অভাবেই মৃত্যু হয় ৭০ জন শিশুর, এমনই মন্তব্য উঠতে থাকে। আর তাই ঠিক কী কারণে এই মৃত্যু তাই খতিয়ে দেখতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যোগী রাষ্ট্রয়ত্ত শিল্প উন্নয়নের অনিয়মও এদিনের আলোচনায় তুলে ধরবেন বলে সূত্রের খবর।
সেইসঙ্গে এই বৈঠক শেষ হলে বিকেল ৪টে নাগাদ গোমতী নগরের লোহিয়া ইন্সটিটিউটের একটি হোস্টেল-এর নামকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan