নিজস্ব প্রতিনিধি :
পাকিস্তানের নাঙ্গা পর্বত শিখর থেকে উদ্ধার করা হল এক ফরাসি পর্বতারোহীকে। শুক্রবার,নাঙ্গা পর্বতের ২৪,২৮০ ফিট উপরে আটকে পড়েন ফ্রান্সের এলিজাবেথ রেভল ও পোলিশ টমাস ম্যাকেউইক্স। ফ্রস্টবাইট ও স্নো ব্লাইন্ডনেসের ফলে অসুস্থ হয়ে পড়েন ম্যাকেউইক্স। নেমে আসা সম্ভব ছিলনা তাঁর। ফ্রস্টবাইটে অসুস্থ হয়ে পড়েন এলিজাবেথও। ম্যাকেউইক্সকে টেন্টে রেখে নীচে নামা শুরু করেন তিনি। দুজনেরই স্যাটেলাইট ফোন থেকে ডিস্ট্রেস কল পাঠানো হয়। পাকিস্তানি সেনার হেলিকপ্টার এলিজাবেথকে স্পট করে। পার্শ্ববর্তী কে-২ পর্বতে উঠছিলেন একদল পোলিশ পর্বতারোহী। এলিজাবেথের কলে রেস্পন্ড করেন তাঁরা। রবিবার ভোরে এলিজাবেথকে উদ্ধার করেন তাঁরা। ম্যাকেউইক্সের তরফে আর রেসপন্স পাওয়া যায়নি। তাঁর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, মার্চ থেকে পর্বতারোহনের মরসুম শুরু হয়েছে। চলবে জুন পর্যন্ত। প্রতিবছর পাহাড় শিখরে উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন বহু পর্বতারোহী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news