নিজস্ব সংবাদদাতা
একদিকে যে উত্তরপ্রদেশে ধর্মের দোহাই দিয়ে দাঙ্গা করে প্রাণ হারায় তরতাজা যুবক, সেই রাজ্যেই ধর্ম উপেক্ষা করে শান্তিকামনায় হরিদ্বারে পূণ্যস্নান করলেন একদল বিদেশী। চন্দ্রগ্রহণ উপলক্ষে রীতিমতো পন্ডিতের কাছে মন্ত্রোচ্চারণ করে শান্তিকামনা করে স্নান সারেন তাঁরা। এই বিদেশিদের বক্তব্য, দ্রুতগতির জীবনে টাকা উপার্জন করলেও শান্তি পাওয়া যায়না। তাই শান্তির জন্যই এই রীতি অনুসরন করলেন তাঁরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan