চ্যানেল হিন্দুস্থান , নিউজ ডেস্ক-
টানা প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতায় ইডি-র দফতরে তার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। তবে তার উত্তরে গোয়েন্দা আধিকারিক সূত্রের খবর, তদন্তে অসহযোগিতা করেছেন। সকাল ১১ টা থেকে ৪-৫ দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ‘কালীঘাটের কাকু’ বলে পরিচিত সুজয়কৃষ্ণকে।
আজ রাত ১১ টার কিছু আগে তাকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে তার বাড়িতে ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি, উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথিপত্র, বাজেয়াপ্ত করা হয় মোবাইল। তারপর সেই সূত্র ধরেই গত সপ্তাহে সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির ডিরেক্টর ও হিসাব রক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বয়ানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কৃষ্ণকে।
নিয়োগ দুর্নীতির তদন্তে গোয়েন্দাদের হাতে একের পর এক নাম উঠে এসেছে। সেরকমই একজন গোপাল দলপতি, আর তার মুখেই প্রথম শোনা গিয়েছিল এই ‘কালীঘাটের কাকু’র নাম। তিনি দাবি করেছিলেন, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ নাকি চাকরি বিক্রির টাকা পাঠাতেন ‘কালীঘাটের কাকু’কে। তবে সেই ‘কাকু’র আসল নাম সামনে আনেননি তিনি। পরে জানা যায়, এই সুজয়কৃষ্ণ ভদ্রই হলেন কালীঘাটের কাকু। বেহালার বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে ‘কালীঘাটের কাকু’ হয়ে উঠলেন তিনি। চাকরি বিক্রির টাকার সঙ্গে তার যোগ ছিল কি না, তা জানতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news