চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক-
আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ত্রিপুরার জন্যে ইশতেহার প্রকাশ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উল্লেখ্য আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে য ত্রিপুরা বিধানসভা নির্বাচন।
দলীয় সূত্রে খবর, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করার পাশাপাশি ত্রিপুরা সফরও করবেন তিনি। ইস্তাহারে অনেকগুলি নতুন পয়েন্ট যুক্ত করা হয়েছে যা রাজ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। মোদি সরকার সর্বদা উত্তর পূর্বের উন্নয়নের কথা চিন্তা করে, তাতে রাজ্যের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ”।
ইশতেহার প্রকাশের পরে, একটি জনসভা করবেন তিনি। এদিন রাজ্যে এসে সকালেই তিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান। এরপর ইশতেহার প্রকাশ করবেন, তারপর তিনি একটি সমাবেশে ভাষণও দেবেন।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাদের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির সাথে উত্তর-পূর্ব অঞ্চলের উপর বিশেষ মনোযোগ দিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী নিজে এই অঞ্চলে ৫০ টিরও বেশি সফর করেছেন। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ছাড়াও উন্নয়ন এবং নারীর মাধ্যমে জনগণের কল্যাণ ১৬ ফেব্রুয়ারির নির্বাচনের ইশতেহারে মূল ফোকাস ক্ষেত্র হবে বলে আশা করা হচ্ছে।
ত্রিপুরার জন্য বিজেপির শেষ ইস্তেহারে চাকরি, হাসপাতালে AIMS-এর মতো সুবিধা, ৭ম বেতন কমিশনের বেতন ম্যাট্রিক্স, মাসিক সামাজিক পেনশন বাড়িয়ে ২,০০০ টাকা, ৩.৮ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া, ৫৩ শতাংশ বাড়িতে পানীয় জল দেওয়ার মতো প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। এবার নতুন ইস্তেহারে কি পরিকল্পনা রয়েছে বিজেপির, তা জানা যাবে আর কয়েক মুহুর্ত পরই, যা প্রকাশ করছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পি নাড্ডা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news