Breaking News
Home / TRENDING / ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বহাল থাকবে ১৪৪ ধারা

ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বহাল থাকবে ১৪৪ ধারা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে ২০০ মিটারের মধ্যে বহাল থাকছে ১৪৪ ধারা। শুক্রবার আলিপুরের নব প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক পি.উল্গানাথন ও কলকাতা পৌরসভার নির্বাচনী আধিকারিকরা ভোট সংক্রান্ত একঝাঁক তথ্য জানিয়েছেন। পি.উল্গানাথন বলেন, “১৬টি বোরোর ১৪৪টি ওয়ার্ডের মোট ৯৫০ জন দলীয় প্রতীকে লড়ছেন এবং ৩৭৮ জন তার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৯৫৯টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে, মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ্য ৪৮ হাজার ৩৫৭ জন। বোরো আটের ৬৯ নম্বর ওয়ার্ড এবং ১০ নম্বর বোরোর ৯৩ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটকেন্দ্র হচ্ছে। মহিলা পুলিশ সহ মহিলা কর্মী দিয়ে ভোট গ্রহণ করা হবে। ৪০০০ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে, প্রতি বোরো তে একজন করে দায়িত্বে থাকবেন।”

নির্বাচনের পরে ২১ ডিসেম্বরে ভোট গণনা হবে। ১১টি ভোট গণনা কেন্দ্রে ৭৮৬টি সংবেদনশীল ভোটকেন্দ্র রয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। সিসিটিভি ছাড়াও থাকছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সরকারি আধিকারিক বৃন্দ দায়িত্বে থাকছেন। সম্পূর্ণ পথকে সুগম পরিচালনা করার জন্য মোট ৩২টি অ্যাম্বুলেন্সকে রাখা হয়েছে এবং প্রতি বোরো তে দুটো করে অ্যাম্বুলেন্স মজুত করা থাকবে। ৮ লক্ষ মাস্ক বিতরণ করা হবে। ২৬ হাজার ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য প্রশাসন তৎপর রয়েছে বলে জেলা শাসক পি.উল্গানাথন জানালেন। ৪৪০০টি থার্মাল গান থাকছে ভোটকেন্দ্রে। ভোট দিতে আসা ব্যক্তিদের দেহে তাপমাত্রা মাপা হবে এছাড়া অতিরিক্ত গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হবে। ৫০টি নাকা চেকিং থাকবে। ডায়মন্ডহারবার, হাওড়া ও বিধাননগর এলাকায়

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *