নিজস্ব সংবাদদাতা :
শেষমেশ ইস্টবেঙ্গলে ক্রোমা! যে বিদেশি িকনা মোহনবাগান ছেড়ে দেওয়ার পরও ৪০ হাজারি দুটো খেপ খেলে বেড়িয়েছেন। ক্রোমার খবর সোশ্যাল সাইটে সামনে আসতেই, ইস্টবেঙ্গল সমর্থকদের ট্রল করা শুরু। এক সমর্থক তো ফেসবুকে লিখেছেন, ‘আমি মুখে কালি মেখে ইস্টবেঙ্গল ক্লাবে চলে গেলে, কর্তারা বিদেশি ভেবে সই করিয়ে নেবেন।’
রাফায়েল কোথায় গেলেন? যে ক্রোমাকে ছঁাটাই করল বাগান, তঁাকেই নিতে চায় ইস্টবেঙ্গল। এতই অভাব বিদেশির? ট্রায়ালে ডাকা হয়েছে ক্রোমাকে। এই বিদেশি কয়েকদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, কলকাতার বড় ক্লাবে তিনি নাকি খেলতে চান না। দুটো ক্লাব অপেশাদার।
এ দিন বিকেলে ইস্টবেঙ্গলে এসেছিলেন ক্রোমা। কর্তাদের সঙ্গে কথা হয়েছে। দু দিন ট্রায়ালে দেখে সিদ্ধান্ত নেবেন। মোহনবাগানের হয়ে এতগুলো ম্যাচ ক্রোমা খেলার সময়ে, লাল–হলুদ কর্তারা কি চোখে ঠুলি পরে বসেছিলেন?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan