অভিজিৎ দঁা :
পাশাপাশি ইস্ট–মোহন–এটিকে। খেলতে দেখা যাবে একই টুর্নামেন্টে। কলকাতায় হওয়ার কথা ছিল। পরিবর্তে কটকে কিংবা কোচিতে হতে চলেছে সুপার কাপ। আজ দিল্লিতে ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। ১২ মার্চ থেকে ৩১ মার্চ অবধি হবে সুপার কাপের কায়ালিফাইং রাউন্ড। আর মূল খেলা হবে ৩১ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত। এটিকে যোগ্যতা অর্জন করতে পারলে কলকাতা থেকে তিনটি দল খেলবে। আজ দিল্লিতে ফেডারেশনের বৈঠকে সভাপতিত্ব করেন এআইএফএফ সহ সভাপতি বাপি দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন চিরাগ তান্না, কুশল দাস, সুনন্দ ধররা।
মোট ১৬টা দল নিয়ে নক-আউট ভিত্তিতে সুপার কাপ হবে। আই লিগ ও আইএসএলের তালিকায় থাকা প্রথম ৬টা করে মোট ১২টা দল সরাসরি সুপার কাপে খেলতে পারবে। বাকি দলগুলোকে যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলতে হবে। সেখান থেকে ৪টে দল সুযোগ পাবে।
পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আই লিগ দুটো ভাগে। প্রাথমিক ও ফাইনাল পর্ব। প্রাথমিক পর্যায়ে ১৮টা দল তিনটে গ্রুপে ভাগ হয়ে হোম অ্যাওয়ে হিসাবে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুটো দল ফাইনাল রাউন্ডে খেলবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.facebook.com/channelhindustan