অভিজিৎ দাঁ
ইস্টবেঙ্গল তারকা ফুটবলাররা ক্লাব ছাড়ছেন। রফিক, গুরবিন্দাররা সেই ক্লাব ছাড়ার তালিকায় রয়েছে। তবে, অর্ণব মণ্ডন কোন ক্লাবে যাচ্ছেন? তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। অর্ণব আই লিগ ছেড়ে পা বাড়িয়ে আইএসএলের দিকে। কিন্তু, কোন দলে? দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কথাবার্তা অনেকটাই এগিয়েছে। চলতি মরশুমে জুনিয়রদের নিয়ে দল গড়ে ভাল ফল করতে পারেনি আইএসএলে। সামনের মরশুমের জন্য এখন থেকেই কোমড় বেধে নামতে চান দিল্লি কর্তারা। অভিজ্ঞদের জালে তোলাই লক্ষ্য। বাঙালি ডিফেন্ডারের সঙ্গে টাকা–পয়সা নিয়ে দর কষাকষি চলছে। শেষপর্যন্ত অর্ণব কোন ক্লাবে সই করে, সেটাই এখন দেখার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan