ওয়েব ডেস্ক:
কাল ঘটা করে সাংবাদিক সম্মেলন করলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। নতুন কোচ খালিদ জামিলকে নিয়ে। খালিদও বললেন, “সমর্থকদের টানেই এসেছি। প্রথম খেলা থেকেই জিততে চাই।”
এমন কথা সব কোচই প্রথমে এসে তাই বলেন। উনিও বলেছেন। নতুন কিছু নয়। তবে যেটা ইস্টবেঙ্গলের লাভ হয়েছে জয়েশ রানা এবং আশুতোষ মেহতার মতো খেলোয়াড়দের পেতে চলেছে। যাঁরা গতবছর আইজলের আই লিগ লাভে প্রচুর খেটেছিলেন। দুর্দান্ত খেলেছিলেন এই দুই ফুটবলার। শোনা যাচ্ছে, এই দুই ফুটবলার খালিদের হাত ধরে লালহলুদ জার্সি পরতে চলেছেন এবার।
ইস্টবেঙ্গল এবার দল গুছিয়ে নিয়েছে। এবার বিদেশি বাছার পালা। গতবছরও খারাপ দল করেনি ইস্টবেঙ্গল। ময়দানে অনেকেই বলাবলি করেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলারদের জেতার মোটিভেশনটাই ছিল না। এবার কী মোটিভেশন ফেরাতে পারবেন কোচ খালিদ জামিল। এই লাখ টাকার প্রশ্ন ঘুরছে কলকাতা ময়দানে। তবে এবার মনোরঞ্জন ভট্টাচার্য প্রতিটি খেলাতেই দলের ম্যানেজার হিসেবে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news