নিজস্ব সংবাদদাতা
নজির বিহীন। মন তো সকলেরই আছে। কিন্তু বড় মন কটা? হাতে গুনে পাওয়া যায়। সেরকমই বড় মনের পরিচয় দিলেন ইস্টবেঙ্গল ফুটবলার মহম্মদ রফিক। শৈশব বেলার কোচ সমীর চ্যাটার্জি এখন মাদকাশক্ত হয়ে সোদপুরের রাস্তায় ঘুরে বেড়ান। ঘর ভেঙে গেছে। রফিক যান স্যরের সঙ্গে দেখা করতে। এবং বাড়ি তৈরি দেবেন রফিক। বৃহস্পতিবার থেকেই স্যরের বাড়ি তৈরির কাজে হাত লাগিয়েছেন রফিক। সেলুট আপনাকে রফিক। এভাবেই অনেক মানুষের সাহায্য আসুন। চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
দেখে নিন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan