নিজস্ব সংবাদদাতা :
লাল–হলুদে অভিনব উদ্যোগ। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ থেকেই শিক্ষা নিয়ে এবারে আই লিগের হোম ম্যাচ আয়োজনে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে ইস্টবেঙ্গল। মহিলাদের পাশাপাশি সমাজের প্রতিবন্ধী, স্কুল পড়ুয়াদেরও নিখরচায় টিকিট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে লাল–হলুদের তরফে। সেইসঙ্গে ভিআইপি টিকিটের দর্শকদের স্বাচ্ছন্দ বাড়ানোর চেষ্টা করছে লাল–হলুদ কর্তারা। টিকিটের দাম বেশি রেখে খাবারের প্যাকেট দেওয়া হতে পারে। বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে আইএসএল–কে টেক্কা দিতে ইস্টবেঙ্গলের মত অন্যান্য ক্লাব কর্তাদের হুশ ফিরে আই লিগের পক্ষে ভাল হবে।