নীল বণিক
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মঞ্চ থেকে অভিযোগের তির ছুঁড়লেন মুকুল রায় আর শণিবার এই ইস্যুতে পথে নামল কংগ্রেস!
শুক্রবার বিশ্ববাংলা নিয়ে মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে পার্কস্ট্রীটের বিশ্ববাংলা বিপণীতে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীরা। দুপুর একটা নাগাদ কংগ্রেস কর্মীরা পার্কস্ট্রীটের আউটলেটের সামনে কালো পতাকা দেখান। পরে রাস্তাতে বসে পড়ে এই নিয়ে তদন্তের দাবি জানান। কিছুক্ষণ পর এসে, পুলিশ কংগ্রেস কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় । তারপর ফের কংগ্রেস কর্মীরা রাস্তাতে বসে পড়ে তদন্তের দাবিতে সোচ্চার হন। মুখ্যমন্ত্রীকে বিধানসভাতে বিরোধীদের কাছে এই নিয়ে বক্তব্য রাখতে হবে বলে কংগ্রেস কর্মীরা দাবি জানান। না হলে এই নিয়ে ফের কংগ্রেস কর্মীরা রাস্তাতে নামবেন বলেও হুমকি দেওয়া হয় ।কংগ্রেসের ছাত্রসংগঠন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অর্ঘ্য গন বলেন , “মুকুল রায়ের অভিযোগ নিযে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
চুপ কেন? বাংলার মানুষ প্রকৃত সত্যটা জানতে চায়।” দেখুন ভিডিয়ো
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan