প্রসেনজিৎ মাহাতো
উগান্ডার জাতীয় দলে খেলা ৫ ফুট ১১ ইঞ্চির ফুটবলার মঙ্গলবার সকালে কলকাতায় আসেন। এমিরেটসে উগান্ডা থেকে ভায়া দুবাই হয়ে কলকাতা পৌঁছন। বিমানবন্দর থেকে সটান হাজির ইস্টবেঙ্গল মাঠে। সঙ্গে ছিলেন কর্তা দেবরাজ চৌধুরি। লাল–হলুদ মাঠে ফুটবলারদের নিয়ে ইও–ইও টেস্ট করাচ্ছিলেন সুভাষ ভৌমিক। মাঠের ধারে শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বসে খালিদ চোখ রাখেন টিমের দিকে। লাল–হলুদের নতুন অতিথি প্রথমদিনেই দলের সঙ্গে মিশে গেছেন।
প্র্যাকটিস শেষ হওয়ার পর গোটা তাঁবু ঘুরে দেখেন। ট্রফি রুমে যান। প্রথমদিনই চারিদিকে সমর্থক দেখে চোখে বিস্ময় মেশানো ছিল। বিমানবন্দরে বেরিয়েই এক সমর্থক তঁার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বেশ খুশিই হলেন। ক্লাবের মিডিয়া রুমে সুভাষ ভৌমিকের পাশে বসে বলে দেন, ‘ইউটিউবে ইস্টবেঙ্গলের ৫টি ম্যাচ দেখেছি। বড় ক্লাব। অনেক স্বপ্ন নিয়ে এসেছি। ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে চাই।’
কোচের সঙ্গে নামের মিল রয়েছে। হেসে বললেন, ‘কলকাতায় আসার আগেই এটা আমি জানতাম।’ ইস্টবেঙ্গলে খেলেও যাওয়া উগান্ডার ইভান বুকেনিয়াকে চেনেন। বন্ধুত্ব রয়েছে। ইস্টবেঙ্গলে সই করার আগে ভারতের ফুটবল সম্পর্কে ইভানের থেকে খোঁজখবর নিয়েই এসেছেন। ‘ইভানের সঙ্গে কথা হয়েছে। ওর ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা বলেছে আমাকে। আশা করি, মানিয়ে নিতে আমার কোনও সমস্যা হবে না।’
সটান বিমানবন্দর থেকে মাঠে এসেই সুভাষের প্র্যাকটিসে নেমে পড়তে চেয়েছিলেন। কিন্তু, জেটল্যাগ থাকায় সুভাষই বারণ করেন প্র্যাকটিস করতে। বুধবার যুবভারতীতে বল পায়ে নেমে পড়বেন খালিদ। তঁাকে নিয়ে সুভাষের মূল্যায়ন, ‘ওর সিভি আমি দেখেছি। এজেন্টের সঙ্গেও কথা হয়েছে। ওর সম্পর্কে খোঁজ–খবর নিয়েছি। ও হচ্ছে অ্যাটাকিং মিডিও, তবে ডিফেন্সিভ কোয়ালিটিও ভাল।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan