চিরঞ্জিৎ মণ্ডল :
নজিরবিহীন ঘটনা। শেষ কবে ময়দানের বড় ক্লাবের কোচ এরকমটা করেছে কেউ মনে করতে পারছে না। ইস্টবেঙ্গল ফুটবলাররা চমকে যাচ্ছেন। কর্তারাও অবাক।
দোলের দিন যখন রঙ উৎসবে মাতবে বাংলা। তখন বিকেলে বারাসতে প্র্যাকটিস করবে ইস্টবেঙ্গল। কঠোর পরিশ্রমের তত্ত্বে বিশ্বাসী খালিদ সময় নষ্ট করতে নারাজ খালিদ। ছুটি দিতে চান না। প্র্যাকটিস রেখেছেন। ২ তারিখের শিলংয়ের উদ্দেশে উড়ে যাচ্ছে টিম। দোলের দিন প্র্যাকটিস করাবেন খালিদ শুনে অবাক ফুটবলাররা।
খালিদ এখনও হাল ছাড়তে নারাজ। তিনি আশাবাদী, চেন্নাই হারিয়ে দেবে মিনার্ভাকে। এবার দেখার খালিদের স্বপ্ন সত্যি হয় কিনা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan