নিজস্ব সংবাদদাতা :
পারফরমেন্স করলে থাকো, নয়ত বাড়ি যাও। চলতি মরশুমে এই নীতিতেই চলছেন ইস্টবেঙ্গল কর্তারা। চার্লসকে ছেঁটে ফেলার পর এবার কর্তাদের ছাঁটাইয়ের তালিকায় ঢুকতে চলেছেন বাজি আর্মান্ড।
কিন্তু তঁার বদলে কে আসবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন লাল–হলুদে।
ইস্টবেঙ্গল কর্তারা বাজিয়ে দেখেছেন, কলকাতায় খেলে যাওয়া ড্যানিয়েল বিদেমিকে। তবে, বিদেমিকে আবার তেমন পছন্দ নয় খালিদ জামিলের। তবু, বিদেমিই দৌড়ে এগিয়ে রয়েছেন।
ইস্টবেঙ্গল কর্তাদের সামনে নতুন কয়েকটা বিদেশির–ও সিভি জমা পড়েছে।লাল–হলুদ কর্তারা তাড়াহুড়ে না করে, ধীরে চল নীতি নিয়েছেন। তবে, পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, লাল–হলুদে চেনা বিদেশি দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan