নেহা চক্রবর্তী
হিন্দি ভাষায় ই-মেল ব্যাবস্থা চালু করে নজির গড়ল রাজস্থান সরকার। দেশের মধ্যে রাজস্থানেই প্রথম চালু হল এই ব্যাবস্থা। দেবনগরি হরফে চালু হওয়া এই সুবিধাটির নাম রাখা হল, name@rajasthan.bharat. বিনামূল্যে, হিন্দিতে ই-মেল আইডি তৈরি করতে পারবেন রাজ্যবাসী। এমনটাই জানান সরকারি আধিকারিকরা। প্রথম ই-মেল আইডি অবশ্য তৈরি হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রি বসুন্ধরা রাজের নামেই। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ব্যাবস্থাটি চালু করে রাজ্যবাসিকে এক আভিনব উপহার দিয়েছে রাজস্থান সরকার। ২০১৭ সালে কোটা শহরে আয়োজিত ডিজিফেস্ট-এ হিন্দি ভাষায় ই-মেল ব্যাবস্থা চালু করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে ভাষা যেন ইলেকট্রনিক কমিউনিকেসনে বাধা হয়ে না দারায়। রাজ্যে যারা ইংরেজি ভাষায় তেমন সক্ষম নন, তারা খুব সহজেই এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ভাবনাকে অনুসরণ করেই ৩ ডিসেম্বর থেকে চালু হয়েছে এই ব্যাবস্থা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan