নিজস্ব প্রতিনিধি
টানাপোড়েনের শেষ। অবশেষে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। কেরলের পালাক্কাড়েরর কর্ণাক্কিয়াম্মান স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করলেন মোহন ভাগবত। তবে, এখানেই জল্পনার শেষ হয়নি। আগেই জেলাশাসক স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়ে বলেন যে, সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলে রাজনৈতিক নেতাদের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানো যাবে না। শুধুমাত্র শিক্ষক বা জনতার নির্বাচিত প্রতিনিধিরা তা করতে পারবেন বলেও নির্দেশ দেওয়া হয়। তবে, মোহন ভাগবত কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান। আর সেই কারণেই জেলাশাসকের এই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানায় বিজেপি। তাঁরা সাফ জানিয়ে দেন, প্রশাসন যাই বলুক না কেন পতাকা উত্তোলন করবেন মোহন ভাগবতই। সেই মতোই ১৫ই অগাস্ট সকালে কেরলের ওই স্কুলে পতাকা উত্তোলন করলেন মোহন ভাগবত। সূত্রের খবর, ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জেলা প্রশাসন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news