নীল বণিক
পাহাড়ের কায়দাতে ফের উত্তরবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আটকালো তৃনমুল। বিজেপির রাজ্য সভাপতি জানান, কোচবিহার শহর থেকে সকালে শীতলকুচি যাবার পথে ঘুঘুমারিতে যাবার পথে প্রথমে রাস্তা আটকায জেলা পুলিশ। তার অভিযোগ শীতলকুচিতে যাওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয। কিন্তু পুলিশ প্রথমে বলতে চায়নি কেন তাকে মাঝ রাস্তাতে আটকানো হল! কিছুক্ষণ পরে অবশ্য কোচবিহার পুলিশের এক কর্তা তাঁকে জানান, শীতলকুচিতে তিনি গেলে সেখানে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তারপরেই পুলিশের পাশাপাশি রাজ্যের শাসক দলের কর্মীরা দিলীপ ঘোষের গাড়ি আটকায বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির । এমনকি শাসক দলের ক্যাডারদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপির জেলা সম্পাদক। পুলিশের উপস্থিতিতে শাসক দলের ক্যাডাররা হামলা চালালেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ দিলীপ ঘোষের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan