Home / TRENDING / নানুরে নিহতের দেহ নিয়ে টানাপোড়েন, পুলিশের ভূমিকা নিয়ে দিলীপের বিস্ফোরক টুইট

নানুরে নিহতের দেহ নিয়ে টানাপোড়েন, পুলিশের ভূমিকা নিয়ে দিলীপের বিস্ফোরক টুইট

ওয়েব ডেস্ক:

নানুরে নিহত বিজেপি কর্মীর দেহ নিয়ে পুলিশের ‘তৎপরতায়’ বিস্ফোরক টুইট করলেন দিলীপ ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সভাপতির টুইট—‘“আমাদের প্রিয় কর্মী স্বরূপ গড়াইয়ের খুনের পর তাঁর দেহ নিয়ে পুলিশ যা করল, তা  আতঙ্কজনক। পুলিশের আচরণ ও ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। অথচ যখন আমাদেরই কর্মীরা খুন হন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তখন এই পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। তখন পুলিশ নিস্পৃহ।”

দিলীপ ঘোষ টুইট করে আরও বলেন, কীভাবে পুলিশ প্রশাসনের সাহস হয় প্রিয়জনহারানো এক পরিবারের সদস্যদের সঙ্গে এমন দুব্যর্বহার করতে! পুলিশের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। দিলীপের সাফ কথা, “আমাদের নিহত দলীয় কর্মীর দেহ রাজ্য সদর দফতরে নিয়ে যাওয়ার অধিকার আছে আমাদের। সেখানে তাঁকে সম্মান প্রদর্শন করতাম আমরা। কেন পুলিশ তাতে বাধা দিল? সন্দেশখালিতে গণহত্যার সময়েও একই ঘটনা ঘটেছিল।”

শাসক ও বিরোধীদের সঙ্গে যে আলাদা আচরণ করছে পুলিশ, সে কথা এদিন নিজের টুইটে সাফ জানান দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, টানা দুদিন ধরে নানুরে বিজেপি কর্মীর দেহ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে টানাপোড়েন চলে পুলিশের। নিহত স্বরূপ গড়াইয়ের পরিবার চেয়েছিল, দেহ নিয়ে প্রথমে রাজ্য সদর দফতরে যাবে, তারপর বাড়ি যাবে। কিন্তু পুলিশ সে কথা শোনেনি। রাতের অন্ধকারে দেহ বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ নিহতের পরিবার দেহ নিতে অস্বীকার করলে এরপর নিহতের বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে আসে পুলিশ, দেহ মর্গে রাখা আছে, এই মর্মে।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *