নীল রায়।
প্রকাশ্য দিবালোকে গুলি চলল কলকাতা শহরে। আর তাতেই গুলিবিদ্ধ হলেন এক আরএসএস (RSS) কর্মী। গুলিবিদ্ধ সঙ্ঘের কর্মীর ছবি দিয়ে প্রতিবাদী টুইট করলেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে হিন্দু ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি এক আশঙ্কার মধ্যে রয়েছে এবং ঈশ্বরের করুণায় তাঁরা প্রতিদিন নিঃশ্বাস ত্যাগ করে। মেটিয়াব্রুজে (কলকাতা) দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেছে আরএসএস স্বয়ংসেবক, বীর বাহাদুর সিংহকে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”
সোমবার সকাল ১০টা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে মেটিয়াবুরুজের মজলিস তালাও এলাকায়। গুলিবিদ্ধ হন সঙ্ঘের কর্মী বীরবাহাদুর। পুলিশকে বীরবাহাদুর জানায়, দুষ্কৃতীরা এসেছিল মোটর সাইকেলে চেপে। গুলি করেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ আরএসএস কর্মীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।