নিজস্ব সংবাদদাতা :
শেষ পর্যন্ত দলের রাজ্য সভাপতির পাঠান প্রস্তাব মেনে নিল দিল্লি। হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রে অনুপম মল্লিক ও উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া কেন্দ্রে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম দিল্লির কাছে প্রস্তাব করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথম দিকে দলের রাজ্য সভাপতির পাঠান নামের তালিকা নিয়ে কিছুটা দোটানায় ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী কমিটির নেতারা। তাই দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় দুই কেন্দ্রে কিছুটা ওজনদার প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তবে গায়ক অভিজিৎ এখনই প্রার্থী হতে না চাওয়ায় এবং মঞ্জু বসু ‘নাটকীয় ভাবে পিছিয়ে যাওয়ায়’ দিলীপের প্রস্তাবেই সিলমোহর বসিয়ে দিল দিল্লি। উলুবেড়িয়া কেন্দ্রে হাওড়া জেলা( গ্রামীন) সভাপতি অনুপম মল্লিক ও নোয়াপাড়া কেন্দ্রে সন্দিপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দিল দিল্লি।