নিজস্ব সংবাদদাতা :
শহর কলকাতার উষ্ণতার পারদ ক্রমশ নিম্নমুখী। কনকনে ঠান্ডায় কঁাপছে শহরবাসী। এরকম শীতের দুপুরে আলতো মিঠে রোদ গায়ে মেখে রেগাট্টা প্রতিযোগিতার মজা নিতে কেমন লাগে ? নিশ্চয়ই মন্দ লাগার কথা নয়। তা হলে আর দেরি নয়। চলে আসুন দক্ষিণ কলকাতা সার্দান অ্যাভিনিউ লাগোয়া ক্যালকাটা রোয়িং ক্লাবে। মঙ্গলবার থেকে যার শুরু। মঙ্গলবার বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করতে আসবেন সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের কর্তা রণদীপ দত্ত। এছাড়াও হাজির থাকবেন রোয়িং ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী, সভাপতি রনেন্দ্র কিশোর দাশগুপ্ত–সহ অন্যান্য ব্যক্তিরাও। প্রতি বছরই এই রেগাট্টা প্রতিযোগিতা ঘিরে রোয়িং ক্লাব উৎসাহ–উদ্দীপনা থাকে চোখে পড়ার মত। আর ভাবছেন কী, এবার তাতে আপনিও সামিল হন। মঙ্গলবার বিকেলে গন্তব্য হোক রবীন্দ্র সরোবর লাগোয়া রোয়িং ক্লাব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan