ওয়েব ডেস্ক :
সাম্প্রতিক অতীত দেখলে সোশ্যাল মিডিয়ায় দু’টি নাম চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। ‘বাহুবলি ২’ এবং ধিনচ্যাক পূজা। বাহুবলি ২, ২০১৭-এর ব্লকব্লাস্টার ছবিগুলোর মধ্যে শীর্ষে। তেমনই সুর, তাল, লয়হীন ‘সেলফি ম্যায়নে লে লিয়া’, ‘দিলো কা সুটার, হ্যা মেরে স্কুটার’, ‘সোয়াগ ওয়ালি টুপি’ এইসব আজব গান গেয়ে গানের জন্যই ভাইরাল হয়েছিলেন ধিনচ্যাক পূজা। বছর কুড়ির এই মেয়েটি ছমছমা ছম গান গেয়েই জনপ্রিয় হয়ে উঠেছেন।
তবে ভাবছেন ‘বাহুবলি২’-এর সঙ্গে ধিনচ্যাক পূজার কী সম্পর্ক! বাহুবলির পর এবার কাট্টাপ্পার হাতে কাটা পড়লেন ধিনচ্যাক পূজা। এ হেন ধিনচ্যাক পূজার একটি গানে ধরা পড়েছে বাহুবলি ২-এর ক্লাইম্যাক্স দৃশ্য। সঙ্গেসঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। যে-ভিডিয়োটি ছড়িয়ে দেওয়া হয় ‘বাহুবলি২-এর ডিলিটেড সিন হিসেবে’।
যদিও এই কাটাপ্পা অন্য একজন। নাম কাটাপ্পা সিং। তিনিই নাকি কপিরাইটের দাবি জানিয়ে সবগুলি ভিডিয়ো ডিলিট করে দেন।
যদিও এ বিষয়ে ধিনচ্যাক পূজা মুখ খোলেননি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
বাহুবলি না পারলেও, কাট্টাপ্পাকে মোক্ষম জবাব দিলেন ধিনচ্যাক পূজা