Breaking News
Home / TRENDING / ডেরেকের ক্যুইজ! কী বলবেন গোয়েল!

ডেরেকের ক্যুইজ! কী বলবেন গোয়েল!

 

জ্যোতিস্মিতা রায়:

 

রেল বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গ তুলেই রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে একডজন প্রশ্ন করলেন এককালের দুঁদে কুইজমাস্টার ডেরেক ও’ব্রায়েন। সংসদে একের পর এক বাউন্সার, গুগলি দিয়ে কাবু করতে থাকেন তিনি। ডেরেক রেলমন্ত্রীকে প্রশ্ন করেন, ২০০০-২০১৪ পর্যন্ত সিএজিআর ৬% ছিল। আমি নিজে হিসেব করে দেখেছি গত সাড়ে তিন বছরে তা ২% হয়েছে। এরকম কেন?
ডেরেক আরও বলেন যদিও বাজেট বরাদ্দ রাজনীতির উর্দ্ধে থাকা উচিত। কিন্তু দেখা যাচ্ছে উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে এবছর রেল বাজেটের বরাদ্দ বেড়ে যথাক্রমে ১৭০%, ৩০%, ২০%, এবং ২০% বেশি করা হয়েছে। যদিও আশ্চর্যভাবে যে রাজ্যগুলিতে বিজেপির সরকার নেই যেমন কেরল, দিল্লি এবং পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ যথাক্রমে ২৫%, ৪০% এবং ১৪% কমিয়ে দেওয়া হয়েছে। এমনটা কেন হল, রেলমন্ত্রী বলতে পারেন কি?
রেলমন্ত্রীকে কটাক্ষ করে ডেরেক বলেন রেল পরিষেবা যে কেন্দ্রের অধীন তা কলাস সেভেনের ছাত্রও জানে। তবে রেল পরিকাঠামো খরচের দায়িত্ব রাজ্যকে বহন
করতে বলা হচ্ছে কেন? একইসঙ্গে তাঁর প্রশ্ন কোনও প্রকল্পে বরাদ্দ শূণ্য মানে কি প্রকল্প বন্ধ করে দেওয়া? ডেরেকের প্রশ্নমালায় বাদ পড়েনি মোদির স্বপ্নের বুলেট ট্রেনও। ডেরেক প্রশ্ন করেন আলু- পেঁয়াজের মতো জিনিস বহনকারী মালগাড়ির সম্প্রসারন ও উন্নয়নে বরাদ্দ নেই কেন যেখানে বুলেট ট্রেনের লাইন সম্প্রসারনকে এত গুরুত্ব দেওয়া হল। ডেরেকের প্রশ্নবাণে স্পষ্ট রেল বাজেটে বরাদ্দ কমায় কতটা অসন্তুষ্ট বাংলা।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *