ওয়েব ডেস্ক
নোট বাতিল প্রসঙ্গে মোদির পতন দেখতে গিয়ে ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে আনলেন তৃণমূল নেতা ডেরেক’ও ব্রায়েন। নাসবন্দির কারণে ঠিক যেভাবে ১৯৭৭ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিল, নোট বাতিলের কারণেও ঠিক একইভাবে ২০১৯-এ পরাজিত হবেন নরেন্দ্র মোদি। নোট বাতিল প্রসঙ্গে আরবিআইয়ের তথ্য প্রকাশ করার পর প্রধানমন্ত্রীকে কার্যত এই ভাষাতেই কটাক্ষ করলেন ডেরেক ও ব্রায়েন।
২১ শতকে নোট বাতিল একটা বড়োসড়ো দুর্নীতি বলেও কটাক্ষ করেন তিনি। এমনকী নোট বাতিল বড়োসড়ো ফ্লপ শো বলেও বর্ণনা করেন তিনি। নোট বাতিল যেভাবে মানুষের ক্ষতি করেছে তার প্রভাব আগামী ভোটে পড়বে বলে দাবি করেন ডেরেক’ও ব্রায়েন। উল্লেখ্য, এদিন আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয় যে , বাতিল নোটের ৯৯শতাংশই ফিরে এসেছে। এই তথ্য প্রকাশের পরে একের-পর-এক রাজনৈতিক দলের কটাক্ষের মুখে পড়তে হয় মোদীর সরকারকে। যদিও সেই সব তথ্যকে খুব একটা আমল দিতে নারাজ মোদী শিবির।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan