ওয়েব ডেস্ক :
জতীয় মিডিয়াকে চোখ রাঙানী দিল তৃণমূল। তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন একটি বিবৃতিতে অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্রদের কাছ থেকে উদ্ধৃতি নিয়ে জাতীয় স্তরে কুৎসা রটাচ্ছে মিডিয়া। দাবি বিজেপির উচিৎ কাশ্মীর, কৃষকদের দুরবস্থা এবং কর্মসংস্থান নিয়ে কথা বলা। তা না করে সোস্যাল মিডিয়ায় কুৎসা রটাচ্ছে বিজেপি। অন্যদিকে দার্জিলিং-এর সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকেও আক্রমণ করেছে তৃণমূল। অভিযোগ দার্জিলিং-এ যখন আগুন জ্বলছে তখন সেখানকার সাংসদ দুস্কৃতীদের পোষাক সরবরাহ ছাড়া আর কিছুই করছেন না। যার প্রমাণ রয়েছে। আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার দেশকে না বাঁচিয়ে, আগুন ধরিয়ে শান্তিতে বাড়িতে বসে রয়েছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news