Breaking News
Home / Uncategorized / ইডেনের বুকে দাড়িয়েই নিজের ফেয়ারওয়েল ঘোষণা করলেন ধোনি

ইডেনের বুকে দাড়িয়েই নিজের ফেয়ারওয়েল ঘোষণা করলেন ধোনি

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রিকেটের ময়দানে আর দেখা যাবে না মাহি কে । রবিবার ইডেনের মাঠে নিজের ফেয়ারওয়েলের কথা জানালেন ধোনি । রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কেকেআর ও সিএসকে । কলকাতার বুকে কেকেআর এর খেলা মানেই গোটা ইডেনে বেগুনি রঙের রমরমা । তবে এদিন সম্পূর্ণ এক অন্য ছবি চোখে পরল । গ্যলারি মেতেছে হলুদ ঝড়ে । আর এই ভাবেই ধোনিকে ধন্যবাদ জানালেন তাঁর অগণিত ভক্তরা। গ্যালারি দেখে আপ্লুত মাহি নিজেও । এদিন তিনি বলেন, “আমার মনে হয় আমি একটা সময় খড়গপুরে রেলে চাকরি করতাম। সেটি কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার পথ। বাংলার মানুষ ওটির সঙ্গে আমাকে বেশি জড়াতে ভালবাসে। আমারও কলকাতায় খেলতে এলে নিজের শহরে খেলছি মনে হয়।”

অনেকেই অবেছিলেন এই হলুদ ঝর শুধু মাত্র মাহির জন্যই । মাহি খুব ভালো ব্যাটিং করলেও আসলে ম্যাচ শেষের হাসি হাসবে কলকাতা । তবে এদৃশ্যও পালটে দিল মাহি। বড় রান তাড়া করতে নেমে যখনই উইকেট হারিয়েছেন নীতীশ রানারা, তখন “সিএসকে, সিএসকে” শব্দব্রহ্মে কেঁপে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। ধোনির সঙ্গে সঙ্গে এদিন চেন্নাই সুপার কিংসেরও জয় চেয়েছে কলকাতা।বিপক্ষের ঘরের মাঠে এমন সমর্থন পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহি । তবে এদিনের ম্যাচ শেষে মাহি ভক্তদের মন ভার। এদিন ম্যাচ শেষে মাহি বলেন, “এত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে পরের বার এই দর্শকদের অধিকাংশই কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। আসলে সকলে আমার জন্য একটা সুন্দর ফেয়ারওয়েলের ব্যবস্থা করতে চাইছেন। তাই সমস্ত দর্শককে ধন্যবাদ।” মাহির মুখে একথা শুনে হতাশায় রয়েছেন মাহি ভক্তরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *