চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রিকেটের ময়দানে আর দেখা যাবে না মাহি কে । রবিবার ইডেনের মাঠে নিজের ফেয়ারওয়েলের কথা জানালেন ধোনি । রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কেকেআর ও সিএসকে । কলকাতার বুকে কেকেআর এর খেলা মানেই গোটা ইডেনে বেগুনি রঙের রমরমা । তবে এদিন সম্পূর্ণ এক অন্য ছবি চোখে পরল । গ্যলারি মেতেছে হলুদ ঝড়ে । আর এই ভাবেই ধোনিকে ধন্যবাদ জানালেন তাঁর অগণিত ভক্তরা। গ্যালারি দেখে আপ্লুত মাহি নিজেও । এদিন তিনি বলেন, “আমার মনে হয় আমি একটা সময় খড়গপুরে রেলে চাকরি করতাম। সেটি কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার পথ। বাংলার মানুষ ওটির সঙ্গে আমাকে বেশি জড়াতে ভালবাসে। আমারও কলকাতায় খেলতে এলে নিজের শহরে খেলছি মনে হয়।”
Thala went KolkatAWW! 🫶💛 #KKRvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/rgsl7zfUVg
— Chennai Super Kings (@ChennaiIPL) April 24, 2023
অনেকেই অবেছিলেন এই হলুদ ঝর শুধু মাত্র মাহির জন্যই । মাহি খুব ভালো ব্যাটিং করলেও আসলে ম্যাচ শেষের হাসি হাসবে কলকাতা । তবে এদৃশ্যও পালটে দিল মাহি। বড় রান তাড়া করতে নেমে যখনই উইকেট হারিয়েছেন নীতীশ রানারা, তখন “সিএসকে, সিএসকে” শব্দব্রহ্মে কেঁপে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। ধোনির সঙ্গে সঙ্গে এদিন চেন্নাই সুপার কিংসেরও জয় চেয়েছে কলকাতা।বিপক্ষের ঘরের মাঠে এমন সমর্থন পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহি । তবে এদিনের ম্যাচ শেষে মাহি ভক্তদের মন ভার। এদিন ম্যাচ শেষে মাহি বলেন, “এত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে পরের বার এই দর্শকদের অধিকাংশই কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। আসলে সকলে আমার জন্য একটা সুন্দর ফেয়ারওয়েলের ব্যবস্থা করতে চাইছেন। তাই সমস্ত দর্শককে ধন্যবাদ।” মাহির মুখে একথা শুনে হতাশায় রয়েছেন মাহি ভক্তরা ।