Home / TRENDING / কয়েকমাসের মধ্যে করোনার ওষুধ বাজারে আনতে পারে ভারতেরই এক কোম্পানি, জানুন বিস্তারিত

কয়েকমাসের মধ্যে করোনার ওষুধ বাজারে আনতে পারে ভারতেরই এক কোম্পানি, জানুন বিস্তারিত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েকমাসের মধ্যেই বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের ওষুধ। মুম্বাইয়ের এক ওষুধ কোম্পানি জানিয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির সঙ্গে যৌথভাবে তাঁরা ফ্যাভিপিরাভির নামে অ্যান্টি-ভাইরাল এক ওষুধের ওপর কাজ শুরু করেছে যা ইতিমধ্যেই এই রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। ফ্যাবিপিরাভির-এর নির্মানকারী সংস্থা জাপানের ফুজি।

এই ওষুধ আরএনএ ভাইরাসের ওপর কাজ করে।কোভিড-১৯ও আরএনএ ভাইরাসেরই অন্তর্গত। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষামূলকভাবে এই ওষুধটি করোনার মোকাবিলায় ব্যবহার করার নিদান দিয়েছে। করোনার রক্তচক্ষুর বাড়বাড়ন্তের কারণই এই যে এ রোগের কোনও ওষুধ বা প্রতিষেধক এখনও বাজারে নেই।এর ফলে চিকিৎসকদের বিভিন্ন ওষুধের সমন্বয়ে রোগের মোকাবিলা করতে হচ্ছে।

কিন্তু সমস্যা হচ্ছে দেশে এই ধরণের দুটি ওষুধ রেমিডাসভির এবং ফ্যাবিপিরাভির ব্যবহারের সরকারি অনুমতি নেই। ফ্যাভিপিরাভির যদি চিকিৎসাক্ষেত্রে স্বীকৃত হয়ে যায় তাহলেই ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ এবং সরকারি সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যেই একটি চিনা ওষুধ নিমার্ণ সংস্থা এবং এক জাপানি সংস্থা ফ্যাবিপিরাভির-এর ওপর গবেষণা করা শুরু করেছে।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *