নীল রায়:
জোট অতীত, অতএব, রাজ্যের জোড়া উপ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলে কংগ্রেস। মঙ্গলবার দুপুরে এআইসিসি থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে কৃষ্ণগঞ্জ ও উলুবেরিয়া পূর্ব বিধানসভার প্রার্থীর নাম জানানো হয়েছে। কৃষ্ণগঞ্জ প্রার্থী হয়েছেন বিজয় বিশ্বাস। অন্য দিকে উলুবেড়িয়া পূর্বে কংগ্রেসের হাত প্রতীকের প্রার্থী শেখ আলম দেওয়ান।
প্রসঙ্গত গত ৩ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে তাঁর বাড়ির কাছেই সরস্বতী পুজোর উদ্বোধনে গুলি করে খুন করা হয়। আর গত বছর ডিসেম্বর মাসে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা উলবেরিয়া পূর্বের বিধায়ক হায়দার আজিজ শফি। এই দুই বিধায়কের মৃত্যুর জেরে ভোট হচ্ছে কৃষ্ণগঞ্জ ও উলুবেরিয়া পূর্বে। যেহেতু রাজ্যে সিপিএম-কংগ্রেস জোট হয়নি তাই এই দুই আসনের ক্ষেত্রে এককভাবে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।
এদিকে তৃণমূলের পক্ষে কৃষ্ণগঞ্জ প্রার্থী হয়েছেন মতুয়া সম্প্রদায় প্রমথ নাথ ঘোষ। উলুবেরিয়া পূর্বে দাঁড়িয়েছেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী।