ওয়েব ডেস্ক
অফিসে সহকর্মীর দ্বারা শ্লীলতাহানীর ঘটনা হামেশাই প্রকাশ্যে আসে। দু-সপ্তাহ আগের ঠিক এমনই এক ঘটনা শুক্রবার প্রকাশ্যে এল। দিল্লির এক অভিজাত পাঁচতারা হোটেলে সিকিউরিটি ম্যানেজারের দ্বারা শ্লীলতাহানির স্বীকার হন এক মহিলা কর্মী। গত ২৯ শে জুলাই ঘটনাটি ঘটে। সেদিন ওই মহিলা কর্মীর জন্মদিন ছিল। মহিলাকে নিজের কেবিনে ডেকে পাঠায় সিকিউরিটি ম্যানেজার। অভিযোগ, সেখানেই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে সিকিউরিটি ম্যানেজার। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। প্রমাণ হিসেবে ওই সিসিটিভি ফুটেজ এদিন থানায় জমা দেন ওই মহিলা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। মহিলাদের সুরক্ষা নিয়ে আওয়াজ তোলেন বিভিন্ন রাজনৈতিক নেত্রীরাও। মহিলাদের সুরক্ষার জন্য ‘বিশাখা কমিটি’ গঠন করার দাবি জানান কংগ্রেস নেত্রী শোভা ওজা। পাশাপাশি তিনি জানান, মহিলাদের সুরক্ষার কথা ভেবে প্রত্যেক সংস্থারই উচিৎ ‘বিশাখা কমিটি’ গঠন করা। অভিযুক্ত ব্যক্তিকে ‘বিশাখা কমিটি’-র দ্বারা যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। চাকরিক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিজেপি নেত্রী শাহজিয়া ইলমি। একজন সিকিউরিটি গার্ড যদি এধরণের আচরণ করেন তাহলে মহিলাদের সুরাক্ষার্থে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন