ওয়েব ডেস্ক
ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লার নিজের বিবৃতির সংশোধন করা উচিত। এমন কোনও মন্তব্য করা উচিত নয় যার দ্বারা দেশবাসীর কাছে ভুল বার্তা যায়। ন্যাশনাল কনফারেন্স নেতার মন্তব্যের পর কার্যত এভাষাতেই তাঁকে আক্রমণ করলেন বিজেপি নেতৃত্ব। ফারুখ আবযদুল্লা একজন ‘সিনিয়র রাজনৈতিক নেতা।’ তাই যে কোনও বক্তব্য বুঝে শুনে রাখা উচিত বলেও মন্তব্য করেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ফারুখ আবদুল্লা বলেন যে, দেশে কোনও বিদেশী শক্তি হুমকি দিচ্ছে না। বরং ভেতরের চালিত বাহিনী রয়েছে, যা দেশের পক্ষে আরও বিপজ্জনক হচ্ছে। এখানেই থেমে থাকেননি ন্যাশনাল কনফারেন্সের এই নেতা। চিন ও পাকিস্তান এদেশের সঙ্গে কোনও কিছুই খারাপ করছে না। তাঁর মতে, দেশের ভেতরেই বসে রয়েছে আসল ‘চোর।’ যা দেশকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশের ভেতরের এই শক্তিই দেশকে বিভক্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। ফারুখের এই মন্তব্যের পরই সরগরম হয় দেশের রাজনীতি। তবে, ফারুখের এই মন্তব্যের পর থেমে থাকেনি বিজেপিও। এদিন ফারুখ আবদুল্লাকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতৃত্ব।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন