Home / TRENDING / ‘নিজের বিবৃতির সংশোধন করা উচিৎ’, ফারুখকে পাল্টা আক্রমণ বিজেপি নেতৃত্বর

‘নিজের বিবৃতির সংশোধন করা উচিৎ’, ফারুখকে পাল্টা আক্রমণ বিজেপি নেতৃত্বর

ওয়েব ডেস্ক 

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লার নিজের বিবৃতির সংশোধন করা উচিত। এমন কোনও মন্তব্য করা উচিত নয় যার দ্বারা দেশবাসীর কাছে ভুল বার্তা যায়। ন্যাশনাল কনফারেন্স নেতার মন্তব্যের পর কার্যত এভাষাতেই তাঁকে আক্রমণ করলেন বিজেপি নেতৃত্ব। ফারুখ আবযদুল্লা একজন ‘সিনিয়র রাজনৈতিক নেতা।’ তাই যে কোনও বক্তব্য বুঝে শুনে রাখা উচিত বলেও মন্তব্য করেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ফারুখ আবদুল্লা বলেন যে, দেশে কোনও বিদেশী শক্তি হুমকি দিচ্ছে না। বরং ভেতরের চালিত বাহিনী রয়েছে, যা দেশের পক্ষে আরও বিপজ্জনক হচ্ছে। এখানেই থেমে থাকেননি ন্যাশনাল কনফারেন্সের এই নেতা। চিন ও পাকিস্তান এদেশের সঙ্গে কোনও কিছুই খারাপ করছে না। তাঁর মতে, দেশের ভেতরেই বসে রয়েছে আসল ‘চোর।’ যা দেশকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশের ভেতরের এই শক্তিই দেশকে বিভক্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। ফারুখের এই মন্তব্যের পরই সরগরম হয় দেশের রাজনীতি। তবে, ফারুখের এই মন্তব্যের পর থেমে থাকেনি বিজেপিও। এদিন ফারুখ আবদুল্লাকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতৃত্ব।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *