চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বৃহস্পতিবার বিকেলে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
তবে কী কী বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। এ বিষয়ে রাজভবন তরফ থেকেও কোনও প্রেস নোট ডদিয়ে জানানো হয়নি। মুখ্যমন্ত্রীও তেমন কিছুই জানাননি, তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন ও রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য নিদিষ্ট সময় চান, তারপরই তিনি কালবিলম্ব না করে পৌঁছে যান রাজভবনে।
তখন বিকেল ৫টা, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। এরপর সাড়ে ৫টা পর্যন্ত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের একান্ত বৈঠক হয় বলে সূত্রের খবর। সেখান থেকে বেরিয়ে সরাসরি বিধানসভায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও রাজনৈতিক মহলের দাবি, হয়তো কালকের যৌথমঞ্চের ডাকা ধর্মঘটের বিষয়ে আলোচনা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news