Breaking News
Home / TRENDING / আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী, বৈঠক সারলেন রাজ্যপালের সঙ্গে
New West Bengal Governor C V Ananda Bose exchanges greetings with Chief Minister Mamata Banerjee during his swearing-in ceremony, at Raj Bhawan in Kolkata, Wednesday, Nov. 23, 2022. Photo: PTI

আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী, বৈঠক সারলেন রাজ্যপালের সঙ্গে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বৃহস্পতিবার বিকেলে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

তবে কী কী বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। এ বিষয়ে রাজভবন তরফ থেকেও কোনও প্রেস নোট ডদিয়ে জানানো হয়নি। মুখ্যমন্ত্রীও তেমন কিছুই জানাননি, তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন ও রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য নিদিষ্ট সময় চান, তারপরই তিনি কালবিলম্ব না করে পৌঁছে যান রাজভবনে।

তখন বিকেল ৫টা, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। এরপর সাড়ে ৫টা পর্যন্ত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের একান্ত বৈঠক হয় বলে সূত্রের খবর। সেখান থেকে বেরিয়ে সরাসরি বিধানসভায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও রাজনৈতিক মহলের দাবি, হয়তো কালকের যৌথমঞ্চের ডাকা ধর্মঘটের বিষয়ে আলোচনা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *