নীল বণিক
রাষ্ট্রপতি নির্বাচননের সময় বিজেপি যখন রাষ্ট্রপতি পদের জন্য রামনাথ কোবিন্দের নাম প্রস্তাব করেছিল তখন প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কে কোবিন্দ! মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তখনও জানতেন না এই রামনাথ কোবিন্দ তাঁর একজন গুণমুগ্ধ। সম্ভবত তিনি একথা জানলেন মঙ্গলবার। এদিন রাষ্ট্রপতি নিজ মুখেই বললেন, “উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) আমার একজন প্রিয় মানুষ। ওঁকে আমার ভীষণ ভাল লাগে। এর আগে বহুবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। বিশেষ করে মমতাজীর আঁকা ছবি আমার ভীষণ প্রিয়।” মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা একটি ছবিও তাঁকে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, “সেই ছবি আমি দিল্লিতে নিয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি ভবনে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি আমি রাখব।”
তাঁর ছবির দাম নিয়ে বিতর্কে এক সময় রাজ্য রাজনীতি গরম হয়েছিল।
এবার অবশ্য দেশের প্রথম নাগরিকের ঢালাও প্রশংসা চিত্রকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকদের কিছুটা হলেও ফাঁপরে ফেলল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan