নিজস্ব সংবাদদাতা :
মোহন–ইস্টকে টেক্কা দিল এটিকে। আধুনিকতার ছোঁয়া লাগালো তারা। কলকাতার সমর্থকদের সুবিধের জন্য এটিকে ফ্যান ক্লাব তৈরি করল ‘ফ্যান এটিকে’ মোবাইল অ্যাপ। যার মাধ্যমে এটিকে–র সব খবর, ক্রীড়াসূচি, লাইভ স্কোর থেকে ফুটবলারদের বিভিন্ন ভিডিও পাওয়া যাবে এই অ্যাপে। এখন স্মার্ট ফোনের যুগ। এই অ্যাপের মাধ্যমে দারুণ উপকৃত হবেন সমর্থকরা। ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা এরকম কিছু ভাবলে ভালই হয়। এই অ্যাপ নিয়ে এটিকে তারকা রবি কিন কী বললেন তা নীচে ভিডিওতে রইল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan