নিজস্ব সংবাদদাতা
দিল্লির মুখ্য সচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় অবশেষে জামিয়া থানায় আত্মসমর্পণ করলেন আমানাতুল্লাহ খান। মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় আরেক অভিযুক্ত প্রকাশ জারওয়ালকে। এদিকে এই ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে কাজ বন্ধ করেছেন দিল্লির আমলারা। কেজরিওয়াল সরকারের ডাকা কোনও মিটিং-এ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইএএস, ডিএএনআইসিএস এবং ডিএএসএসের আমলারা। প্রসঙ্গত সোমবার গভীর রাতে কেজরিওয়ালের বাসভবনে বৈঠক চলাকালীন মুখ্য সচিবের ওপর চড়াও হন আপ এর সাংসদরা। ঘটনা প্রকাশ্যে আসার পরই কাজ বন্ধের ডাক দেন দিল্লির আমলারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan