নিজস্ব সংবাদদাতা:
আইএনএক্স কাণ্ডে জেরা করতে পিটার মুখার্জির পাঁচ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন, দিল্লির সিবিআই আদালতে পিটারের পাঁচ দিনের হেফাজত চায় সিবিআই।প্রসঙ্গত, অভিযোগ চিদম্বরম মন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে লগ্নি আনতে চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমকে ঘুষ দেন পিটার ও ইন্দ্রানী মুখার্জি।কয়েকদিন আগেই 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান কার্তি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan