নীল বণিক
এবার মেয়র পত্নীর দিকে সিবিআই-এর নজর। বর্তমানে মেয়রের পত্নী রত্না চট্টোপাধ্যায় লন্ডনে রয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই জানতে পেরেছে লন্ডন থেকেই রত্না কয়েকজন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই নারদার তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। লন্ডনে বসে প্রভাবশালীদের সঙ্গে কেন যোগাযোগ করেছেন তাও খুঁটিযে দেখছেন তদন্তকারীরা। মেয়রপত্নী খুব অসুস্থ বলে সিবিআইকে জানান হয়েছে। তাহলে অসুস্থ মাকে লন্ডনে একা ছেড়ে মেয়েরের পুত্র কেন কলকাতায় ফিরলেন তাও তদন্ত করছে সিবিআই। লন্ডনে কোন ডাক্তার দেখাচ্ছেন তাও জানার চেষ্টা করছে সিবিআই । যত তদন্ত এগোবে তদন্তের জালে রত্না চট্টোপাধ্যায় জড়াবেন বলে মনে করছে সিবিআই। সিবিআইয়ের এক অফিসার জানান, মেয়র পত্নীর ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ নিয়েও বেশ কিছূ তথ্য জোগাড় করছেন সিবিআইয়ের আধিকারিকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan